সাত বছরের শিশুকে ধর্ষণের কারণে শাহাবুদ্দিন গ্রেপ্তার | BD Newspaper Today
সাত বছরের শিশুকে ধর্ষণের কারণে শাহাবুদ্দিন গ্রেপ্তার
অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের ভানডুসার গ্রামে গত মঙ্গলবার সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে শাহাবুদ্দিন মিয়া নামে (২২) অবশেষে পুলিশ আজ গ্রেপ্তার করেছে। সকালে নবীনগর উপজেলার কিশোরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

পরে পুলিশ এলাকাবাসী জানায়। ওই গ্রামের আবদুল হান্নানের ছেলে শাহাবুদ্দিন মিয়া (২২) মঙ্গলবার সন্ধ্যায় সাত বছরের একটি ছোট্ট শিশুকে ফুসলিয়ে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সদর হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
এপর্যায়ে নবীনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর আজ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কিছুক্ষণ আগে কালের কণ্ঠকে বলেছেন। নবীনগর উপজেলার বীরগাও ইউনিয়নের কিশোরপুর এলাকায় নদীর পাড় থেকে পুলিশ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে।
Leave a reply