রিনাকে তালাকের ১৫ দিন পর এসিডে দিয়ে পোড়ালে স্বামী | BD Newspaper Today
রিনাকে তালাকের ১৫ দিন পর এসিডে দিয়ে পোড়ালে স্বামী
রিনাকে তালাকের ১৫ দিন পর এসিডে দিয়ে পোড়ালেন। স্বামীর ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন রিনা বেগম (৪০) তিনি এক নারী। শনিবার গভীর রাতে যশোরে ঝিকরগাছা উপজেলার নওদাগা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় রিনাকে আজ রবিবার ভোরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হলেও আর্থিক অবস্থান কারণে তাকে ঢাকায় নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

তবে হাসপাতালে ভর্তি রিনা বেগম জানান তাঁর স্বামী ইলিয়াস জুয়া খেলে। সে কোন কাজ করে না। এসবের প্রতিবাদ করায় প্রায়ই তাকে মারপিট করতো এবং গত ১৫ দিন মতো আগে ইলিয়াস তাকে তালাক দেয়। রিনা বেগম আরও জানান মেয়ে নিয়ে তিনি ঝিকরগাছার লাউজানি এলাকায় খোরশেদের ধানের চাতালে কাজ করেন। গত শনিবার রাতে তিনি চাতালের একটি ঘরে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে ইলিয়াস তাকে এসিড মেরে পালিয়ে যায়। রিনার চিৎকারে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে।
রিনাকে চিকিৎসা প্রদানকারি হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক কামরুজ্জামান দুপুরে জানান। তাঁর হাত, মুখ, বুক, পিঠ মিলিয়ে শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা খুব খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হচ্ছে। তবে তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে ঢাকায় নিতে পারবে না বলে জানিয়েছে তাঁর স্বজনরা।
তবে এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানায়। এ ঘটনার কোন মামলা দায়ের এখনো হয়নি। তবে ওই নারীকে ভালো হাসপতালে চিকিৎসার জন্য হয়েছে। এখন এ অবস্থায় তার স্বামী ইলিয়াসের বিরুদ্ধে এখনো মামলা হয়নিকেন।
Leave a reply