মেসি এখন পেলের আরো কাছে শুধু ধরার অপেক্ষা! | BD Newspaper Today
মেসি এখন পেলের আরো কাছে শুধু ধরার অপেক্ষা!
লা লিগার ম্যাচে রোববার রাতে ন্যু ক্যাম্পে লেভান্তেকে ১-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। তবে এ ম্যাচের একমাত্র গোলটি করেছেন বার্সা দলপতি লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে এটি মেসির ৬৪২তম গোল। আর দুই গোল করতে পারলে এক ক্লাবের হয়ে ব্রাজিল কিংবদন্তি পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙ্গে দিবেন এই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

তবে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৫৬ ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন পেলে। এই রেকর্ডটা প্রায় অর্ধশতাব্দী ধরে কেউ ভাঙতে পারেনি। তবে এবার হুমকিতে পড়েছে পেলের সেই রেকর্ড। বার্সেলোনার মেসি সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৬৪২ গোল।
বার্সার জার্সি গায়ে আর এক গোল করতে পারলে ছুঁয়ে ফেলবেন পেলেকে, দুই গোল করলে ছাড়িয়ে যাবেন তাকেও। মেসি ছন্দে থাকলে বার্সার আগামী ম্যাচেই ভেঙ্গে যেতে পারে পেলের রেকর্ড।
তবে এ মৌসুমের শেষেই হয়তো বার্সা ছাড়বেন মেসি। মৌসুমের শেষেই বার্সার সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে। এবং এই মৌসুমের বাকি আছে অনেক ম্যাচ। তাই এই রেকর্ডটা মেসির দখলেই যাবে- এমনটা বলাই যায়।
Leave a reply