বউয়ের অত্যাচারে স্বামী থানায়, স্বামীর শরীরে সিগারেটের ছ্যাঁকা | BD Newspaper Today
বউয়ের অত্যাচারে স্বামী থানায়, স্বামীর শরীরে সিগারেটের ছ্যাঁকা
বউয়ের অত্যাচারে স্বামী থানায় স্বামীর শরীরে একাদিক সিগারেটের আগুনের ছ্যাঁকা। স্ত্রীর একের পর এক থাপ্পড়ে কারণে ফেটে গেল গালের চামড়া। তবে স্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেকের এক যুবক।

তবে জানা যায় যে সেই যুবক একজন পেশায় প্রকৌশলী। তবে তার এ অভিযোগ শুনে চমকে গেছেন থানার পুলিশ কর্মীরা। তবে সাধারণত পুরুষের বিরুদ্ধে এ ধরনের বিস্তর অভিযোগ শুনে অভ্যস্ত পুলিশ। তবে সেক্ষেত্রে এঘটনাটি ঘটেছে সম্পূর্ণ উল্টো। যেটা হবার ছিলো স্ত্রীর সেটা হলো স্বামীর।
তবে এ অভিযোগ উঠেছে সল্টলেক সেক্টর ওয়ানের বি-ই ব্লকে। ৩৪ বছর বয়সী ওই প্রকৌশলীর অভিযোগ পারিবারিক অশান্তির জেরে প্রায় চার বছর ধরে তার ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে স্ত্রী। এমনকি তার বয়স্ক বাবা-মাকেও স্ত্রীর হাতে বেশ কয়েকবার হেনস্থা হতে হয়েছে।
তবে সেক্ষেত্রে সম্প্রতি অত্যাচারের মাত্রা বেড়ে উঠে যায়। চড়, থাপ্পড়, লাথি ইত্যাদি তো রয়েছেই। তবে কয়েকদিন আগে স্বামীর শরীরে সিগারেটের ছ্যাঁকা পর্যন্ত দিয়েছে তার স্ত্রী। তবে সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে পুলিশের কাছে তার স্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়েল করন সেই যুবক।
Leave a reply