নির্মিত হলো জয়বাংলা চত্বর ময়মনসিংহ সিটির উদ্যোগে ! | BD Newspaper Today
নির্মিত হলো জয়বাংলা চত্বর ময়মনসিংহ সিটির উদ্যোগে !
ময়মনসিংহ সিটির উদ্যোগে গতকাল বুধবার বিকেলে উদ্বোধন করা হলো জয়বাংলা চত্বর। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অর্থায়নে শম্ভুগঞ্জ ব্রিজের পাশে এ চত্বরটি নির্মিত হলো।

তবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি। প্রতিমন্ত্রী ফোনকলের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে ময়মনসিংহ সিটির প্রতিটি উন্নয়ন কার্যক্রমে মেয়র এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এবং ময়মনসিংহ সিটি মেয়র সভাপতির বক্তব্যে বলেছেন, মুক্তিযুদ্ধ, জাতির পিতা আর জয় বাংলা স্লোগান পরস্পর অবিচ্ছেদ্য। জয় বাংলা চত্বরের মাধ্যমে মানুষ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানতে পারবে এবং হৃদয়ে ধারণ করতে পারবে।
তবে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, দি চেম্বার অব কমার্স, ময়মনসিংহের সভাপতি মো. আমিনুল হক শামীম (সিআইপি), জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: নূরুল আমিন কালাম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার। এছাড়া আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্বা আবুল কালাম আজাদ, ময়মনসিংহ, কাউন্সিলর মো :আসিফ হোসেন ডন, মো: কামাল খান এবং মো: এমদাদুল হক মন্ডল।
এবং এছাড়া বীর মুক্তিযোদ্ধা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সেই জয়বাংলা চত্বরটির অনুষ্ঠানে ।
Leave a reply