নতুন কারে বাজারে আসছে নকিয়া ফোরজি ৬৩০০ ! | BD Newspaper Today
নতুন কারে বাজারে আসছে নকিয়া ফোরজি ৬৩০০ !
বর্তমানে বাংলাদেশের বাজারে আসছে ফিচার ফোনে ‘স্মার্ট অভিজ্ঞতা’দিতে বাংলাদেশের বাজারে ‘নকিয়া ফোরজি ৬৩০০ ’তবে অবমুক্ত করছে এইচএমডি গ্লোবাল ওওয়াই। এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা নিয়ে শিগগিরই নকিয়া ২২৫ ফোরজি বাজারে আনার ঘোষণাও দিয়েছে কম্পানিটি।

তবে নকিয়া ৬৩০০ ফোরজিতে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাসিস্ট্যান্ট, ম্যাপ সেবার মতো সুবিধা। তবে এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ২৯৯ টাকা। আর নকিয়া ২২৫ ফোরজি ফোন পাওয়া যাবে চার হাজার ১৯৯ টাকায়।
Leave a reply