নকল স্বর্ণের মূর্তিসহ প্রতারক গ্রেপ্তার | BD Newspaper Today
নকল স্বর্ণের মূর্তিসহ প্রতারক গ্রেপ্তার
আজ সোমবার বেলা ৫টার দিকে নওগাঁর বদলগাছীতে নকল স্বর্ণের মূর্তি-সহ প্রতারক চক্রের মূলহোতা খাজামুদ্দীন ওরফে ধোদা (৪৮) কে গ্রেপ্তার করেছেন পুলিশ। তবে সে নকল মূর্তি বেচাকেনা করে সে প্রচুর অর্থ উপার্জন করেছে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে ৪ বিয়ে করা প্রতারক ধোদা এলাকায় বউ কপালা হিসাবে পরিচিত।

সে আজ সোমবার বেলা ৫টার দিকে বদলগাছী পাহাড়পুর সড়কে চকবনমালি ব্রিজের পাশে নকল মুর্তি নিয়ে বেচাকেনার জন্য আসে। সেখানে পার্টি আসার কথা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ এর নেতৃত্বে ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই গৌরাঙ্গ, এএসআই মিলন অভিযান চালিয়ে সোনালী রঙের নকল মূর্তিসহ খাজামুদ্দীন ওরফে ধোদাকে গ্রেপ্তার করে। সে ২০ বছর ধরে প্রতারণা করে নকল মূর্তির ব্যবসা করে আসছে বলে জানা যায়।
তবে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ ধোদাকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেছেন। ধোদা দীর্ঘদিন থেকে প্রতারণামূলক নকল মূর্তির ব্যবসা করে আসছে। তার বড় নেটওয়ার্ক রয়েছে।
Leave a reply