দিনে-দুপুরে যুবককে ছুরির আঘাতে মৃত্যু | BD Newspaper Today
দিনে-দুপুরে যুবককে ছুরির আঘাতে মৃত্যু
আজ রবিবার দুপুর ১ টার দিকে রাজধানীর বকশিবাজারের তিন রাস্তার মোড় এলাকায় ছুরির দিয়ে মৃত্যু হয়। তবে নিহত হয়েছেন নয়ন আহমেদ নাদিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে রক্তাক্ত অবস্থায় সেই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এদিকে নিহত যুবকের বন্ধু সোহান প্রাথম আলোকে জানান যে, তারা বংশাল পিঠাঘর এলাকায় থাকেন এবং নয়ন একটি মোটরসাইকেলের ওয়ার্কশপে কাজ করেন। তারা দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন। হোসনি দালান ঘোরাঘুরির পরে বকশিবাজার থেকে রিকশাযোগে লালবাগ এলাকায় যাওয়ার সময় বকশিবাজার মোড়ে বেশ কয়েকজন যুবক এসে নয়নকে ছুরি দিয়ে অনেক আঘাত করে পালিয়ে যায়। পরে নয়নকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া এবিষয়টি নিশ্চিত করেছেন। এবং আরো জানান, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে আরো বিস্তারিত জানার জন্য চেষ্টা চলছে। এ ঘটনাটির বিষয়টি চকবাজার থানার পুলিশকে অবগত করা হয়েছে।
Leave a reply