তামিলের জনপ্রিয় চিত্রনায়ক 'ধানুশ'এবার হলিউড সিনেমায়! | BD Newspaper Today
তামিলের জনপ্রিয় চিত্রনায়ক ‘ধানুশ’এবার হলিউড সিনেমায়!
এবার ভারতের দক্ষিণী ছবির অভিনেতা ধানুশ নেটফ্লিক্সের জন্য নির্মিত হতে যাচ্ছে বিশাল বাজেটের সিনেমার ‘দ্য গ্রে ম্যান’। সিনেমাটি প্রযোজনা করবেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ খ্যাত জুটি অ্যান্টনি ও জো রুশো। বিগ বাজেটের সেই সিনেমাতেই যুক্ত হলেন ভারতের দক্ষিণী ছবির অভিনেতা ধানুশ। তবে এক টুইট বার্তায় এমনটি জানিয়েছেন এই অভিনেতার।

তবে দক্ষিণী এই অভিনেতা টুইটবার্তায় লেখেন, ‘রুশো ব্রাদার্স প্রযোজিত এবং রায়ান গসলিন এবং ক্রিস ইভানস অভিনীত নেটফ্লিক্সের ‘দ্য গ্রে ম্যান’-এ অভিনয় করতে যাচ্ছি। এটা সত্যিই খুব আনন্দের। অ্যাকশনধর্মী এই সিনেমার অংশ হতে পারাটা আমার জীবনের বিশাল এক অভিজ্ঞতা ও প্রাপ্তি হবে বলে মনে করি’
Leave a reply