ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে চলেছে ৬৫ কি.মি জেম | BD Newspaper Today
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে চলেছে ৬৫ কি.মি জেম
গত কয়েকদিন ধরে তেমন ভিড় না থাকলেও বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তেমন জেম না থাকলেও। এবং আজ শুক্রবার (৩১ জুলাই) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেখা অতিরিক্ত অতিরিক্ত জেম, তবে যানবাহন গুলো থেমে থাকার কারণে বাড়ি যেতে পারচ্ছেনা যাত্রীরা। তবে এ নিয়ে এক পর্যন্ত মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যানবাহন।

এবং দীর্ঘ পথে যানবাহন থেমে থেমে চলায় বাড়ি ফিরতে ফিরতে পারছে না উত্তরাঞ্চলের মানুষ চরম দুর্ভোগ শুরু হয়েছে।
তবে সেখার কার পুলিশেল সুত্রে জানা গিয়েছে, যানজট নিরসনে সচেষ্ট রয়েছে প্রশাসন।
তবে হাইওয়ে পুলিশ জানিয়েছেন, এই ঈদে মহাসড়কে পশুবাহি ট্রাক ও যাত্রীবাহি বাসের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। তবে এছাড়া বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা ৮৯ মিনিট বন্ধ থাকার কারণেই এ মহাসড়কে যানবাহনের জেম সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কে কোয়াও স্থায়ী জেম হচ্ছে না।
Leave a reply