টাঙ্গাইলে যমুনার পার ভাঙনরোধে মানববন্ধন | BD Newspaper Today
টাঙ্গাইলে যমুনার পার ভাঙনরোধে মানববন্ধন
আজ সোমবার দুপুরের টাঙ্গাইলে যমুনা নদী ভাঙন প্রতিরোধে সুরক্ষা বাঁধ নির্মাণের দাবি করেছে স্থানীয় এলাকাবাসীরা। তবে এ দাবিতে টাঙ্গাইল সদর উপজেলার ডিগ্রি হুগড়া ও মোহালী গয়রাগাছাসহ কয়েকটি গ্রামের মানুষ আজ সোমবার দুপুরের দিকে সেই নদীর তীরে মানববন্ধন ও সমাবেশ করেছেন। এবং যমুনা নদী পূর্বপাড় ভাঙন প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করেছেন। এবং সমাবেশের সভাপতিত্ব করেন শামীম আল মামুন জুয়েল।

তবে সেই সমাবেশে বক্তারা বলেন, ডিগ্রি হুগড়া, মোহালী গয়রাগাছাসহ আশপাশের কয়েকটি গ্রামে যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। চলতি বছরের বন্যার সময় থেকে পানি নেমে যাওয়ার পরও ব্যাপক ভাঙনে মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন প্রতিরোধে এসব এলাকায় সুরক্ষা বাঁধ নির্মাণ করা খুব জরুরি। তাদের দাবি পূরণ না হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশে জানানো হয়। পরে সেখানে এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে দেওয়া হয় বলে আয়োজকরা জানান।
Leave a reply