গাজীপুরে বজ্রপাতে ফুটবলারসহ তিনজনের মৃত্যু | BD Newspaper Today
গাজীপুরে বজ্রপাতে ফুটবলারসহ তিনজনের মৃত্যু
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে ফুটবল অনুশীলনের সময় বজ্রপাতে দুই কিশোর ফুটবলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর রথখোলা এলাকার শহীদ বরকত স্টেডিয়ামে এবং নগরীর বিপ্রবর্তা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

তবে নিহতরা হলেন গাজীপুর শহরের জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে নগরীর গাজীপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১৬), কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাদিম হোসেন (১৬) ও নগরীর সালনার জোলারপাড়ের বিপ্রবর্তা এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৫৫)।
নিহত মিজানুরের সহপাঠী ফরহাদ জানায়, তারা বেলা ১১টার দিকে শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন। কোচ তাদের অনুশীলন না করে বাড়ি চলে যেতে বলেন। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে তারা ১৮-২০ জন স্টেডিয়ামে ফুটবল খেলতে শুরু করেন। বেলা ১২টার দিকে হঠাৎ মিজান ও নাদিম অচেতেন হয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবং প্রশিক্ষক আনোয়ার হোসেন লিটন জানান, করোনার কারণে অনুশীলন বন্ধ রয়েছে। তবে আজ বৃহস্পতিবার কয়েকজনব আসলেও তাদের বাসায় চলে যেতে বলা হয়। তিনিও বাসায় চলে যান। পরে শুনেছেন বৃষ্টির মধ্যে কয়েক কিশোর ফুটবল খেলার সময় বজ্রপাতে দুজন মারা গেছেন।
এবং অপরদিকে বিপ্রবর্তা এলাকার নিহতের চাচাতো ভাই বাবুল হোসেন জানান, সকালে বৃষ্টির সময় রিয়াজ উদ্দিন ও তাঁর তিন ছেলে বাড়ির পাশে বিলে ধর্মজাল দিয়ে মাছ ধরছিল। হঠাৎ বজ্রপাতে রিয়াজ উদ্দিন মারা যায়। এ ঘটনায় তাঁর ছোট ছেলে আশাদুল ইসলাম আহত হয়েছে।
Leave a reply