আবারো রৌমারীর সীমান্তে এক যুবক নিহত | BD Newspaper Today
আবারো রৌমারীর সীমান্তে এক যুবক নিহত

গত বুধবার ইটালুকান্দা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলিতে প্রাণ গেছে এক যুবকের। তবে গত বুধবার ইটালুকান্দা সীমান্তে এই ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে প্রাথমিকভাবে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত হাসিনুর রহমান (২০) ইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনার সময় তিনি ও তাঁর সঙ্গীরা কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পাচার করছিলেন বলে অভিযোগ ওঠে আসে। তখন হাসিনুরের স্বজনরা তাঁর লাশ গোপনে এক কিলোমিটার দূরের গাছবাড়ী পূর্ব মাঝের চরে দাফন করে গা-ঢাকা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই এখন আইনি ঝামেলা এড়াতে এই কাজ করেছে তারা। খবর পেয়ে থানার-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলেও আইনি জটিলতার কারণে কবর থেকে লাশ তুলতে পারেনি। এই অবস্থায় কবরের পাশে পুলিশের পাহারা বসানো হয়েছে।
Leave a reply